অব্যক্ত বেদনা সংকলনের সিলগালায় নির্বাসিত হয়ে
যাওয়া জন্ম জন্মান্তরের প্রথম প্রেম আবহমান স্মৃতির
শরীর ঢেকে দেয়া শার্দূল মেঘদল ভেঙে নিমগ্ন চেতনার
কাছে বারবার ফিরে আসে করুন বৃষ্টিভেজা মুখ নিয়ে ।


চাতক চোখের মোহনায় কালো কাজল দৃষ্টিনদী হেনে
নির্নিমেষ মুগ্ধতায় কেটে যাওয়া ঘোরলাগা গ্রহণ সুখের
সলাজ প্রহরগুলো মন হারানো পথের বাকে জেগে থাকা
বয়সী বটের বিবাগী ছায়া মুছে দিতে স্থাবর দাড়িয়ে থাকে ।    


নির্মোহ সময়ের সর্পিল ঘেরাটোপে আলোকবর্ষ পাড়ি দিয়েও
স্মরণের মণিকোঠায় লাজরাঙা প্রথম প্রনয়ের সোনালী রোদ
কখনো কিছুতেই পুরনো না হওয়া এক ষোড়শী বাসনা
বুকে নিয়ে অনন্তকাল বেঁচে থাকে স্থির বয়সের বলয়ে ।  


প্রথম ভালোলাগার একান্ত সচিব সব মৃত লাল গোলাপ  
প্রেমিকের বিরুদ্ধে আনীত মনহরণের পক্ষপাত মেনে নিয়ে
হৃদয়বৃত্তির রাজসাক্ষী হয়ে নির্ভীক দাড়িয়ে যায় মেঘভাঙা
কান্নার সতীত্বহরণের তাবৎ নড়বড়ে কাঠগড়া ঢেকে দিয়ে ।