লাল
সবুজ
স্বাধীনতা,
মুক্তির স্বাদ,
অর্জনের নাম,
স্বকীয়তা নিঃশর্ত,
আত্মসন্মান অটল,
আত্মবিশ্বাস দুর্নিবার,
ত্যাগের মহিমা অমলিন,
ভাবনার উচ্চতা অনিবার,
স্বপ্নের আকাশ পাটভাঙা নীল,  
জাতীয় সত্ত্বার দৃঢ়তা সুকঠিন,  
আরোহণের স্পর্ধা সুউচ্চ হিমালয়,
বাঁধভাঙা বিশ্বাসের সীমানা অন্তহীন,  
আত্মপরিচয়ের মগ্ন চেতনা দ্বিধাহীন,  
স্বোপার্জিত বিজয়ের অনুভব অবিনশ্বর,  
লাল সবুজ স্বাধীনতার ভিত্তিভুমি বাংলাদেশ ।  


ঘরানাঃ অবরোহী অষ্টাদশ


সবাইকে জানাই স্বাধীনতা দিবসের উষ্ণ শুভেচ্ছা ।  


লাইন, অর্থ ও শব্দসংখ্যার সমতা বজায় রেখে এগিয়ে চলা অবরোহী কবিতার আদর্শ লাইন সংখ্যা পনের হলেও এটি এই ঘরানার একমাত্র লাইন সংখ্যা নয় । আদর্শ লাইন্সঙ্খ্যা পনের ছাড়াও এই ঘরানার লেখা হতে পারে বারো, আঠারো, একুশ ইত্যাদি নানা আকারের । । এই ঘরানার লেখা হতে পারে পনেরর কম বা বেশীও ।এগুলো আদর্শ লাইন সংখ্যা না হলেও ঘরানার অন্তর্ভুক্ত । যেমন আজকের অবরোহী কবিতাটি আঠারো লাইনের । এই কবিতার বিষয় বস্তু উন্মুক্ত, যে কোন মানবীয় অনুভব আসতে পারে এই কবিতায় ।