প্রিসিলা, তুমি কঠিন হতে হতে ক্রমশ পাহাড় হয়ে যাচ্ছ,
যতদুর চোখ যায় তোমার শরীর জুড়ে শুধু ধূসর কাঠিন্য,
তোমার মেঘাচ্ছন্ন চুড়া দেখা যায় কিন্তু তোমাকে ছোঁয়া যায় না,
এখন আমার ভাবনা আর তোমার উচ্চতার নাগাল পায় না ।


প্রিসিলা, আমার পরিচিত কক্ষপথ থেকে একনাগাড়ে দূরে
যেতে যেতে তুমি ক্রমশ অচেনা তারাদের আকাশ হয়ে যাচ্ছ,
তোমাকে আমি আর ছুতে পারবোনা ভাবতেই আকাশের
সব নীল বেদনার অনুষঙ্গে আমার কান্নার দখলে চলে আসে ।


প্রিসিলা, পর হতে হতে তুমি ক্রমশ নির্ঘুম দুঃস্বপ্ন হয়ে যাচ্ছ,
আমার একাকী রাত মানে তোমার জন্য উথাল পাথাল দুঃখনদী,
হৃদয় ভেঙে চলে যাওয়া তুমি আর কখনো ফিরবেনা জেনেও
আমি কাশফুলের সাদা পক্ষপাত জমিয়ে রাখি তোমার পথে পথে ।    


প্রিসিলা, তোমার ঠিকানা অজানা হতে হতে অন্যলোক হয়ে যায়,
কথক মেঘেদের কাছে আর মেলে না তোমার ভালো থাকার খবর,
উৎসুক বৃষ্টিরাও জানেনা তুমি কি এখনো নাও কবিতার ঘ্রান,
স্মৃতির রোদ তোমাকে না পেয়ে হেরে যায় নৈঃশব্দের অভিমানে ।    


প্রিসিলা, না থেকেও তুমি রয়ে গেছো আমার শুন্যতার মলাটে,
পরিত্যাক্ত স্বপ্নগুলো পারেনি আমাদের সম্পর্কের যতিচিহ্ন আঁকতে,
তোমার অনুপস্থিতিই তোমার অস্তিত্বের বেদনাসিক্ত প্রমান,
তুমি আছো অথচ আমার নও, এর চেয়ে বড় কোন বোধ নেই ।