পার্থিব জন্মের অগ্রন্থিত সুরতহাল জানে না
অনাগত আগামীর অদৃশ্য বুক পকেটের
স্বপ্নময় ভাঁজে লুকানো সময়ের ইতিবৃত্ত,
রাজ্যপাট নিত্য নয় এ বার্তা থামাতে পারেনা
মৃত্তিকার বুকে চলা ক্ষমতার জড় আস্ফালন,
শিরায় শিরায় বয়ে চলা রক্তের লাল উষ্ণতা
ও ঘামের লবণাক্ত ক্লান্তির ইতিহাস জেনেও
বন্ধুবেশী ঘাতকের শিকারী থাবার ভেতর
সযতনে লুকানো থাকে সেই সুতীক্ষ্ণ নখ ।  


কোমল তনুর সুগ্রন্থিত মাংস পচে গলে
অস্পৃশ্য পতিতার রতিক্লান্ত স্মৃতিকোষ থেকে
সময়ের পথ ধরে বকুল ঝরার মত নিভে যায়
ফেলে আসা সব গাঙ্গুর রাতের ভয়াল ইতিকথা,
একসাথে একপাপে কেটে গেছে কত রমনকাল,
তবু ভাগ্য লেখে উভয়ের ভিন্ন ভিন্ন পরিণতি,
সমাজ দেয় একই পাপে অসম বিধিলিপি,      
ক্ষমা করে তার পাশে থাকে না কখনো কেউ,
তাকে ক্ষমা করে না তার শরীরের দেবতাও,
শ্বাপদ উত্তরাধিকারের বিষবার্তা বয়ে জন্ম
জন্মান্তরের পথ হাঁটা মানুষের আক্রান্ত ভ্রুনে
সতত বেঁচে থাকে তাবৎ অত্যাচারী মোঘল ।