০১)


এসেছে ফিরে আরেকটি পহেলা বৈশাখ,
এসেছে আবার বাঙালী উৎসবের মাতন,
চড়াদামে কেনা পদ্মার রুপালী ইলিশ,  
নতুন বছরের প্রথম দিনে আমার মুখ রাখিস
যত তোর দাম চড়ে তত খেয়ে মান বাড়ে ।


আজ বৈশাখে ইলিশের সাথে চাই পান্থা,
সারা বছর হয়না খওয়া না এই ছাইপাঁশ সস্তা,
বছরে একদিন শুধু তার কদর যায় বেড়ে,
কোথায় পাওয়া যাবে নেই সে ভাবনা,
ইলিশের মত পান্থাও আজ এক ব্যবসা ।  
  
০২)


কাঁচা লংকার সাথে চেনা নুন পান্তা,
সে তো আপামরের নিত্য দিনের চর্চা,
বাঙ্গালী বলে নয় পেটের দায়ে খেতে হয়,
নুন মরিচ পান্থা বেঁচে থাকার নুন্যতম ভরসা,
আজ সেই পান্থা হয়ে যায় বাংলার জাতীয় আস্থা ।


দুয়ারে দাড়িয়ে কড়া নাড়ে পহেলা বৈশাখ ,
মনের ভেতর যতই থাকুক বাঙ্গালীয়ানা অসুখ,    
হিসেবী বাজেটে ইলিশের অভিজাত লেজ ছোঁয়া দায়,
ভরসা তাই সেই নিত্যসঙ্গী নুন কাঁচা লংকা,
ইলিশের ঘ্রানসুখ যতটুকু পারে মেটাক সস্তার জাটকা ।