তোমার রাত্রির চুলে চুপিচুপি রূপকথা নেমে এলে
আমি ফিরে যাই আমার হারানো অঙ্গ সম্রাজ্জ্যে,
আমাদের বসন্তের সন্ধিক্ষণে বৈরীতার ধনুকে
হেমলক ছুইয়ে সেদিন যে দোর্দণ্ড যযাতিরা
অভিশাপ দিয়ে বলেছিল তুই নির্বংশ তুর্বসু হ,  
তুই রাক্ষস, চণ্ডাল ও পাপিষ্ঠদের অধিপতি হ,  
কলিযুগে কাশীদাসী মহাভারত আর সত্যি হয়নি,
তারা সব এখন আমার সুসময়ের সেনাপতি ।


তোমার দিনের চোখ বালুঘড়ি হয়ে গেলে আমি  
ইতিহাস মন্থন করা মেমফিসের ফারাও অধিপতি    
মাসতাবা ও আবিদোসের নিঃশর্ত অধিকার চেয়ে
থেবেসের বালুবেলা পেছনে ফেলে ফিরে আসি
ক্ষমতালোভী হিসকোসদের তুমুল ধ্বংস কামনায়,  
ওরা কেড়ে নিয়েছিল আমার ঘুমের উত্তরাধিকার,
কলিযুগে প্লেইস্টোসিন ইতিহাস তবু ফিরে আসেনি,
ছলে বলে ক্ষমতায় রয়ে গেছে সেমিটিক কানানীয়রা ।