অভ্যাসের অদৃশ্য জোয়াল ফেলে মানুষ হবার পথে
চলো অকাতরে ভিজে যাই সূর্যের লাল উস্কানিতে,
জন্ম জন্মান্তরের উত্তরাধিকারের দায়ে  
বিধিনিষেধের যে বরফ দেয়াল এতোদিন
স্বপ্নের শেষ সীমানা হয়ে আগলে রেখেছিল
ভালোবাসার আলো আসা আসা পথের ঘুলঘুলি,
সময়ের বিচারে আজ মান্ধাতা আমলের
বন্ধুর ইতিহাস হয়ে সে পিছে পড়ে থাক,
চলো আজ স্পর্ধিত বিশ্বাসের উড়ালিয়া ডানায়
ঝড় তুলে মাড়িয়ে দেই যত কালশিটে আঁধার ।