চোখের ঝড় থেমে গিয়ে ধূমায়িত কফির কাপে
একটুকরো রাত নেমে এলে তুমি আমাকে ডেকে নিও,
স্পর্শের বিপদজনক উষ্ণতা আজ জেনে যাক
মদির পানপাত্র আমাদের অস্তিতের বিস্মৃতি নয়,
হৃদয়ের দাবী আমাদের নৈকট্যের অলৌকিক সঞ্চয় ।    


যারা একদিন তোমার অনুকম্পা প্রত্যাশী ছিল
তারা জেনে যাক শরীর দেহপসারিণীরও থাকে,
দেহ দানে যাদের হয় না কখনো হৃদয়ের অবচয়,  
প্রতিরাতে যে যৌবনের অর্গল খোলে ভিন্ন ভিন্ন হাত,
বিশ্বাসের উঠোনে ঘর্মাক্ত সময় বোনে লবণাক্ত পাপ ।  


পতঙ্গের ঝাঁক গনগনে মৃত্যুর অদৃষ্ট সাথে নিয়ে আসে
যার যেখানে পতনের কথা সে ডুবে যায় ঠিক সে পাঁকে,
উদোম শরীর মুন্নী শিলা চামেলিদের সবারই থাকে,
বাণিজ্যিক ভালোবাসার নিলামে যে যার দাম হাকে,
আমার স্বপ্নের সামিয়ানায় তবু তারা কেউ তুমি নয় ।