বিবর্তনের অন্তিম আহুতি মুছে দিয়ে
ডানা ঝাপটাচ্ছে দুস্তর মহাকাল,
সোডিয়াম রাত্রিগুলো ক্রমশ
দীর্ঘ হতে হতে জীবন হয়ে যাচ্ছে,
বেঁচে থাকা শেষ প্যালিওলিথিক সেতু
ক্রমশ ছুটে চলেছে মানুষের সন্ধানে,  
সম্পর্কের অবিরত নদী ভাঙনে
সেই আদি নোঙ্গরই শেষ ভরসা,
ভালোবাসা তামাদি হয়ে গেলে
তবু বেঁচে থাকে রাতের বিছানা,      
তখন তোমার ক্যাকটাস শরীর জুড়ে
নামে তুমিহীনতার বিষাদী কবিতা,
মৃত্যুর সরলতা এলোমেলো হয়ে গেলে  
বর্ণবাদী এই আলোতে চোখ রাখা দায়।  
আলোকবর্ষের পথে হারিয়ে গিয়েছিল
যে নিষিক্ত গল্পগুলো উষ্ণতার হাত ধরে
তারা আর পুরনো ঘরে ফিরে আসেনি,    
কিছু কিছু রথ থমকে গেছে মাঝপথে,
তবু কেউ কারো জন্য থেমে থাকেনি ।