সেঃ হ্যালো, পরিচয় দিন ।  


কবিঃ আমার পরিচয় রাত্রি ।


সেঃ এ কথার মানে কি ?


কবিঃ আপনি দিন তাই আমি রাত্রি ?


সেঃ আমি দিন আপনাকে কে বলল এ কথা ?


কবিঃ আপনিই তো ফোন ধরে বললেন পরিচয় দিন,
অর্থাৎ আপনি নিজের পরিচয় জানিয়ে বললেন আপনি দিন ।


সেঃ এমা, আমি কখন বললাম আমার পরিচয় দিন,
আমিতো আপনার পরিচয় জানতে চেয়ে বললাম পরিচয় দিন ।  


কবিঃ আপনি দিন আর আমি রাত্রি তো তাই আমাদের হিসাব সম্পূর্ণ উল্টো,
এজন্য আপনি যা বলবেন সেটা আমার কাছে উল্টো হয়ে যাবে ।


সেঃ এটা আবার কেমন কথা, উল্টো বোঝার ব্যাপারটি না হয় বুঝলাম,
কিন্তু আমি যদি দিন হইও তার সাথে আপনার রাত্রি হবার কি সম্পর্ক ?


কবিঃ চুম্বকের উত্তরমেরুর সাথে দক্ষিণ মেরুর যে টানাপোড়নের সম্পর্ক ।  


সেঃ তাহলে আমি যদি প্রভাত ফেরী হই আপনি কি সন্ধ্যাতারা হবেন ?


প্রেমিকঃ নাহ, তুমি প্রভাত ফেরী হলে আমি হব তানসেনের বাবা ।


( কবিরা দুমদাম প্রেমে পড়ে, তার প্রেমে পড়ে কবি এখন প্রেমিক, সম্বোধন আপনি থেকে তুমিতে চলে এসেছে । )


( চলমান )