সেঃ ইস, গাছে কাঁঠাল আর গোঁফে তেল ।  যতসব আবোল তাবোল ।  


প্রেমিকঃ কেন তুমি কি চাওনা যে আমাদের প্রথম সন্তান ছেলে হোক ।


প্রেমিকাঃ  না, না আমাদের প্রথম সন্তান, ছেলে নয়, হবে একটি ফুটফুটে মেয়ে ।
(অজান্তে মন ছুঁয়ে যায় মন, একই দহনে পোড়ে নদীর দু কুল, শুরু হয়
দোতরফা ভাঙন, সে হয়ে যায় প্রেমিকা)


প্রেমিকঃ আচ্ছা, তোমার কথাই রইল, মেয়ে হলে তার নাম কি দেবে ?


প্রেমিকাঃ কেন, আমরা ওর নাম দেব দিন । তুমি যেভাবে পরিচয় দিন
থেকে আমার নামই দিন করে দিলে তখন স্বীকার না করলেও আমার
ভালো লেগেছিল।  ভালো না লাগলে কি প্রথম আলাপেই জেনেশুনে
এতো সহজে তোমার কথার ফাদে পা দেই ।


প্রেমিকঃ  সে আমি জানি, আমি এটাও জানি যে আমার প্রেমের প্রস্তাবও
তোমার ভালো লেগেছিল,  স্বীকার করার সাহস সব মেয়েদের থাকে না,
তারা শুধু ডুবে ডুবে জল খেতে জানে, তবু ভালো যে পরে হলেও তুমি
স্বীকার করলে, কিন্তু... দিন তো ছেলেদের নাম, যেমন ধরো দিন ইসলাম,
বা দিন মোহাম্মদ ।


প্রেমিকাঃ যাও, তোমার ইচ্ছেই রইল, আমাদের প্রথম সন্তান তবে ছেলেই হোক ।
এই সমাজে পদে পদে মেয়েদের যে কতশত প্রতিবন্ধকতা থাকে ওসব তোমরা
ছেলেরা কখনো বুঝতে পারবে না, যদিও তোমার ঐ প্রস্তাব মেয়ে পটানো
ধরনের ছিল, তবে হ্যা  আমার ভালো লেগেছিল, আর সেজন্যই আমিও তোমার
সাথে এই পাগলামিতে যোগ দিয়েছি, এতে তোমার কোন সমস্যা আছে ?
আচ্ছা একটি কথা বলত,  তুমি কি সব মেয়েদের সাথেই এরকম ফ্ল্যার্ট করো ?