প্রেমিকঃ  সবার সাথে ফ্ল্যার্ট করতে আমার বয়েই গেছে, শুধু যাদের নাম দিন
তাদের সাথে করি, দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত তুমি ছাড়া আর কেউ আমাকে
বলেনি তার পরিচয় দিন । মেয়েরাই তো দেশ চালাচ্ছে, প্রধান মন্ত্রী মেয়ে,
বিরোধী দলের নেত্রী মেয়ে, রাজপথের নেত্রী মেয়ে, তাহলে মেয়েদের অবস্থা
খারাপ সে কথাই বা জোর গলায় বলি কি করে ?  


প্রেমিকাঃ আমার নাম তো দিন নয়, তুমি তোমার কথা ফিরিয়ে নাও ।


প্রেমিকঃ যদি না হয় তাহলে আমিই নাহয় তোমার নাম দিন রাখলাম ।
আর একটি কথা প্রথম সন্তান ছেলে বা মেয়ে যেটি হয় হোক, আমাদের
মোট দুটি ছেলে আর দুটি মেয়ে চাই,  ছেলে মেয়েদের কি নাম দেবে ?


প্রেমিকাঃ এই দেখো এখানেও তোমার সাথে আমার ভাবনা মিলে গেলো,
আমিও চেয়েছি আমার দুটি ছেলে আর দুটি মেয়ে হবে, প্রথম ছেলের নাম
দেব তানসেন, তার পরের ছেলের নাম দেব রাত্রি ।


প্রেমিকঃ এই যা, রাত্রি তো মেয়েদের নাম । রাত্রি মানে রহস্য, নারীও তাই ।


প্রেমিকাঃ তুমি তো নারী নও, তখন কথার শুরুতে তাহলে তুমি কেন তোমার
নাম রাত্রি বলেছিলে ?


প্রেমিকঃ আমার নাম রাত্রি সে কথা তো আমি কখনো বলিনি, বলেছি আমি রাত্রি ।
তুমি দিন তাই আমি রাত্রি ।  


প্রেমিকাঃ হলই বা রাত্রি মেয়েদের নাম, আমাদের এক ছেলের নাম হবে রাত্রি ।
আরেক ছেলের নাম তানসেন, আর আমাদের প্রথম মেয়ের নাম হবে দিন ।