নাগরিক ঝুল বারান্দায় উপচে পড়া ঢলঢলে সুখের
দোলায় অবিরত দোল খায় সদ্যস্নাত ব্রেসিয়ার,  
বেড়ে ওঠা সতেজ লাউডগার মত লতানো প্রত্যাশায়  
বারবার ভিজে যায় পুরুষ সূর্যের কামকাতর চোখ,  
সুগন্ধি মেয়েটির মুখ দেখতে পায়না পড়ন্ত বিকেল,  
এভাবে একসময় রাত্রির কোলে ঢলে পড়ে অতৃপ্ত বাসনারা ।


অষ্টাদশীর ফর্সা কাঁধে কামিজের লক্ষণরেখা ভেঙে  
তুমুল চেপে রাখা দীর্ঘশ্বাসের মত আকাশ খোঁজে
বেড়িয়ে পড়া কালো ব্রেসিয়ারের দুর্বিনীত স্ট্যাপ,  
তরুণীর পায়ের নীচে হেটে চলে ধুলো ধূসরিত পথ
তার মনের অবচেতনে ঘরের নিরাপত্তায় ফেরার তাড়া,  
পেছন থেকে তার হৃদয় দেখতে পায়না না গোধূলির পৌরুষ ।  


বিনা নোটিশের বৃষ্টির পুরুষ স্পর্ধা নতজানু নারীর
রমণীয় পক্ষপাতে ছুঁয়ে যায় তার নিজস্বতার নিগুঢ়,  
এ ছোঁয়াছুয়ি হয়তো প্রেম নয়, তবু এ বর্ষণ মিথ্যে নয়,
যেমন মিথ্যে নয় পোশাকের নীচের নিরেট নগ্ন শরীর,
মিথ্যে নয় স্নানঘরের গোপনীয়তায় সমর্পণের বিধিলিপি,
তেমনি মিথ্যে নয় প্রেমহীন ব্রেসিয়ারের প্রগলভ হাতছানি ।