অপটু চিত্রকরের হাত কেপে জন্ম নিয়েছে এক ভুল জলছবি,  
আমাদের ভাগ্য সমর্পণের অচ্ছেদ্য বাঁধনে গাঁথা না থেকেও
সে ভুলে আমরা এসে গেছি একে অপরের হৃদয়ের কাছাকাছি,  
বিধিবদ্ধ দস্তাবাজের অভাবহেতু সামাজিক মঞ্জুরি কমিশনের
সদয় স্বীকৃতি পায়নি সময়ের বন্দরে আলগোছে নোঙ্গর করা
আমাদের স্বল্পদৈর্ঘ্য কুল গোত্রহীন সম্পর্কের নবায়ন ছাড়পত্র,
অঙ্কুরিত তুমি সেই থেকে দণ্ডিত হয়ে আছো যন্ত্রণার নীল মলাটে,
পরিত্যক্ত আমি আশ্রিত হয়ে আছি বাতিল ইতিহাসের সিলেবাসে,  
সম্পর্কের আলো আসার পথ রোধ করে দাড়িয়ে আছে  সভ্যতা ।  


এরপর জীবনের ষড়যন্ত্রে একদিন মানুষেরা বেমালুম ভুলে গেছে  
সেদিনের ফেলে আসা যৌবনের ভরা যমুনা বড় বাড়ন্ত ছিল,  
কালো চুলের সে কিশোরী মেঘনা আমার বাল্যের প্রেয়সী ছিল,
অশুদ্ধ পৌরুষের নীল খাজুরাহ দংশনের শাপ খুবলে নিয়েছে
রজঃস্বলা ষোড়শী কুশিয়ারার ভালোথাকার একলার আকাশ,  
আজ রুদ্রাণী পদ্মার অস্থির বুক জুড়ে শুধু কুল ভাঙনের অভিশাপ,  
ভালোবাসার শেষ অঙ্গীকার শুয়ে আছে  বিশ্বাসের অন্তিম চাদরে,  
নিয়মের পাশবালিশ পারেনি রুখতে অনিবার্য পতনের বিধিলিপি ।