দিনের পালাবদলে অভিমানের অক্ষম সঞ্চয়
আমার সরল প্রেমের অলিখিত রাজধানী ছিল,
তার জটিল নাভিমূলে প্রোথিত আমার বিশ্বাসের
সবুজ পতাকা বাবরের রাজদণ্ডের মত উচু ছিল ।


রাত্রির গোপন আস্তিনে লুকানো মদির ছলনা
তার ঘাতক পিতার মিছরির মোহন বিষছুরি ছিল,
তার চোখের শার্দূল আমন্ত্রণ বড় ডাকসাইটে ছিল,
তাকে ভালোবেসে কষ্টই আমার বিধিলিপি ছিল ।


মিথ্যের খেলা শেষে যোগ বিয়োগের নিখুত হিসাবে
শেষমেশ সে অন্য কৃষকের ফসলী জমি হয়ে গেলো,
কেউ জানেনা কখন কি করে তার চেনা নাম আমার
পরাজিত বামবুকের গোপন শব্দচাবি হয়ে গেলো ।