যাদের উথাল পাথাল বুকে মমতার সকরুণ নদী
ভালোবাসার সাগর খোঁজে তারা ফল্গুধারা নারী,
সন্তান জম্নের বেদনায় নীল হয়ে নারী হয় মা,
শাশ্বত মাতৃরূপে বিকশিত হয় নারীর সুষমা,  
মা পরিচয় বিনা নারী তাই সতত অসম্পূর্ণা,  
পত্নীরূপে নারী পুরুষের সুখ দুঃখের অঙ্কশায়িনী,
জীবন পথের পথিক নারী পুরুষের অর্ধাঙ্গিনী,  
মানব ধর্মে দীক্ষিত নারী পুরুষের সহধর্মিণী,
জন্মের যোগসূত্রে পিতার ঔরসে নারী প্রিয় ভগিনী
বাল্যস্মৃতি বিজড়িত সুখের আলোড়ন সে নিরবধি,
আজীবন যার কাছাকাছি রয়ে যায় রক্তের টান,
ভালোবাসার স্মৃতি আত্মজা স্নেহের কন্যা সন্তান,
নিম্নমুখী ভালো বাসার সে এক উজ্জ্বল উদাহরণ,
কন্যা জায়া জননী ভগিনী চার রূপে তুমি শ্রেয়সী
মধুমালতী তোমার মনোহারী রূপ ও আমার প্রেয়সী,
তোমার ভালোবাসা নয় বাজারের বিকিনিকির ধন,
সমাজের কাছে নারীরূপে ততক্ষণ তুমি রবে অমলিন,
যতক্ষণ তুমি সামলে রাখবে তোমার সতীত্বের ধন,
কখনো যদি ভুলক্রমে তোমার হয় কোন অধঃপতন,
মুহূর্তে ভূলুণ্ঠিত হবে তোমার সব ঠুনকো সন্মান,
কেউ দেখবেনা চেয়ে দায় তোমার বা অন্য কারো,      
ভাগ্য বিড়ম্বনায় ভালোবাসাকে বাজারের পন্য করে,  
মিথ্যে আলোর হাতছানিতে সব বন্ধন মিথ্যে করে,
ভুল দেবতার ভোগের পেয়ালা পরিপূর্ণ করে সর্বহারা
হয়ে একাকিনী বয়ে যাবে তুমি কলঙ্কের কালিগোলা নদী,  
যখন তোমার ভালোবাসা হয়ে যাবে সস্তার বারোয়ারী,  
সব পরিচয় মিথ্যে করে সমাজ, জীবন ও পুরুষের কাছে
তখন তুমি হয়ে যাবে কেবলই এক পরিত্যক্ত বেবুশ্যা নারী ।