তোমার পাতাঝরা নিমগ্নতা আমাকে
ক্রমাগত দিয়ে গেছে কান্নার নৈবেদ্য,
কাছাকাছি এসেও কখনো তোমার আমার
তাই আর এক হওয়া আর হয়ে ওঠেনি,
স্বপ্নের নদীটি জীবনের দারুণ খরায়
শুকিয়ে গেলেও কান্নার কুল ভাঙা থামে কি কখনো ।


যে ক্ষত দেখা যায় তার বেদনাও মাপা চলে,
অদৃশ্য আঘাতের নেই কোন পথ্য,
সে বেদনার হয়না কোন পরিমাপ,
সে ক্ষতের দায় বয়ে বেড়াতে হয় নিজেকেই,
সময়ে শুধু বেড়ে চলে কান্নার লবণ সঞ্চয়,
তুমি তাতে যোগ করে গেছো উপেক্ষার অম্লতা ।