রাত্রির আঁধার কাপে একচুমুক স্খলিত মৌতাত মিশিয়ে
চল আবার মেতে উঠি বংশগতির পুরনো খেলায়,
আমার আদিগন্ত বিস্তৃত সবুজ শৈশব ঢেকে দাও
তোমার আজন্ম লালিত লজ্জার রমণীয় উপঢৌকনে,  
আমাদের পাশাপাশি বয়ে যাওয়া প্রগলভ মুহূর্তগুলো
বয়ে আনুক ঘর্মক্লান্ত তৃপ্ত কৃষকের কর্ষণ সুখ,
বহতার লৌকিক দাবীতে প্রজন্মের মাটিতে জীর্ণতার
ইতিহাস ঢেকে দিয়ে ফলুক নতুন জীবনের সোনা,
স্বপ্নের পালাবদলে শেষে বেঁচে থাকা প্রত্যাশার জৈবিক
উস্কানিতে মহকাল অক্লান্ত বুনে যাক সম্ভবনার ভ্রূণ ।