বাংলা কবিতার বইমেলা ২০১৫ ইং সংকলন "শতরূপে ভালোবাসা"য় প্রকাশকের দপ্তর থেকে কিছু অজুহাত দেখিয়ে বাদ দেয়া হয়েছিল নির্বাচকদের প্রাথমিক নির্বাচিত কবিতার তালিকায় স্থান পাওয়া আমার কবিতা "মোনালিসা" । অজুহাতগুলো একজন শিল্পীর নয়, একজন ব্যবসায়ীর ছিল। এ বিষয়ে আগের একটি পোষ্টে বিস্তারিত বলেছিলাম । এর পর কবি প্রণব মজুমদারের হাত ধরে আসা "শতরুপে ভালোবাসা সম্পূর্ণা"র প্রস্তাব কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আলোর মুখ না দেখাতে মোনালিসার হাসি তখন আর পায়নি প্রেসের কালিতে মুদ্রিত হবার সুযোগ । এবার ঈদে মোনালিসার হাসি পেল পূর্ণতা । লেখচিত্র প্রকাশনী থেকে প্রকাশিত ঈদ উল আযহা সংকলন "গল্পদ্যে" স্থান পেল মোনালিসা ।  এখানে "মোনালিসা"  কবিতাটি আবার দিলাম সেই সাথে লেখচিত্র প্রকাশনীর "গল্পদ্য" সংকলনের প্রচ্ছদ ।


মোনালিসা


- হাসান ইমতি


মোনালিসা, তোমার করতলে আমার সকল স্বপ্নসাধ
অথচ তোমায় নিয়ে কবিতা লিখে যায় নিশুতি রাত,
মোনালিসা, যদি ফিরিয়ে দাও, ব্যর্থ হয়ে যাবে জীবন
তবুও তোমায় নিয়ে কবিতা লেখে বুড়ো নির্মলেন্দু গুণ ।


মোনালিসা, এই চোখে তুমিই সব সৌন্দর্যের উপমা
অথচ তোমাকে নীলের মায়ায় জড়ায় ঐ দূর নীলিমা,
তোমার নামে ভরা কবিতার খাতা থেকে বাজারের ফর্দ,    
তবুও তোমাকে আঁকে বজ্জাত দ্য ভিঞ্চি লিওনার্দো ।


মোনালিসা, ছিলে, আছো, থাকবে আমার সুখের স্বপন
অথচ তোমার নিজস্বতায় আমার জন্য নেই কোন স্থান,
মোনালিসা, তুমি আমার স্বপ্ন দেখার রঙিন আতসকাচ
তবুও তোমার নামে লক্ষ পৃষ্ঠা খোঁজে পাজি গুগল সার্চ ।  


মোনালিসা, তোমাকে ঘিরেই আমার যত আকুলতা
অথচ তোমার হৃদয়ে আজ শুধুই তুষারের শীতলতা,
মোনালিসা, তোমাকে নিয়ে ধরেছি সর্বস্ব বাজী আজ
তবুও তোমাকে বাহুডোরে জড়ায় পরবাসী ফাইয়াজ ।


মোনালিসা, তোমার জন্য আমার সকল কান্না হাসি
তবুও প্রিয়তমা, বলতে পারিনা কতোটা ভালোবাসি,
মোনালিসা, ভালোবাসি বলে আমি ফিরে আসি বারবার
অথচ তোমার কবিতার পাতায় আজ আমি ছারখার।


মোনালিসা, তুমি ছাড়া আমার নিজস্ব ক্যানভাস বর্ণহীন
তবুও তোমায় চেয়ে চেয়ে দেখে ঐ বেহায়া সূর্যের দিন,
মোনালিসা, শুধু তোমার জন্য আমার সব কষ্ট জমা
তবুও তোমায় আজকে না হয় করেই দিলাম ক্ষমা ।