কাশফুলের মোহন হাসি,
সদা হাসতে ভালোবাসি,  
কাছে ডাকে অনাগত শরৎ দিন,
স্মৃতির কাছে নাহয় থাকুক কিছু ঋণ ।


আকাশ ভেঙে ঝরছে  
সুখ সুখের একাকিনী নদী,
সময়ের আশ্রয়ে জীবন মৃত্যু
পাশাপাসি বয়ে চলে নিরবধি ।


আঁধার কেটে তবু আসে বারবার আলোর বান,
সূর্যের সবুজ হাসিতে জুড়িয়ে যায় প্রান,
জীবন তবু ছুয়ে থাকে সাদার মোহন মায়া,
শরৎ মানে কাশবনে আকাশ ধোয়া শুভ্রতার ছায়া ।