যে
থাকে
হৃদয়ে
অনুক্ষণ,
তার বিহনে
বেদনা বিধুর
জীবন মরুভূমি,
চাতক স্বপ্নের রাত
তার শুন্যতায় জড়িয়ে  
ধরে থাকে আধারের হাত,
প্রতীক্ষার চোখে চোখ হারিয়ে
কল্প সুখের মোহনা বুকে নিয়ে
একাকী বেচে থাকে কথক জীবন,
বেলা শেষে সব কলরব নীড়ে ফেরে
কিছু চাওয়া তবু এক জীবনের নয় ।    


অবরোহী পঞ্চদশ