যে
দিন
অঝোরে
বৃষ্টি কাঁদে,
দুঃখের নদী
সীমানা ছাড়িয়ে
অকুলে কুল বাধে,
মনের আয়না ভাঙে
সময়ের অবগাহনে  
বদলে যাওয়া প্রিয় মুখ,
ভুল স্রোতে আশার চাষাবাদ,
ফণা তোলে মৃত স্বপ্নের ফসিল,    
তবু কিছু চাওয়া থাকুক অধরা  
মেনে নিয়েও মন পোড়ে স্মৃতির দ্রোহে,  
কেউ তাতে রেখে গেছে অম্ল উপেক্ষার দাগ ।  


অবরোহী পঞ্চদশ