আলো আঁধারির মসলিন পর্দার আড়ালে
বিবসনা স্বপ্নেরা এসে চুপিসারে দাড়ালে
নিঃশ্বাসের শ্বাপদ অনলে পুড়ে যায় আমাদের
ফেলে আসা জন্ম জন্মান্তরের অলৌকিক সঞ্চয় ।  


সময়ের সাদা মন সবুজ আঁধারে হারালে,  
রৌদ্র ভালোবেসে তুমি নির্মোহ হাত বাড়ালে,
গোপন অভিসারে ভিজে যায় দিগন্ত ছাড়িয়ে
যতদূর চোখ যায়ের নিঃসঙ্গ পায়েচলা দুঃখপথ ।  


জীবনের অর্গল খুলে সত্যের অবারিত হাত
ছুঁয়ে যায় নিদ্রাহীন রাত্রির সব অদেখা মুকুল,
পাপে পুন্যে পুরুষের তৃষিত শরীর শেষ সম্বল
তোমাকে যত দেখি তত বাড়ে দেখার ইচ্ছে ভুল ।