রাত জাগা ঠোঁটে ইচ্ছের মদির প্রশ্রয়,  
চোখ লিখে যায় নতুন বসন্তের সংবিধান,
বুক জুড়ে শুধুই নীল সাগরের নিলাম,
সুসময়ের সঞ্চয় গোটা কয় মৃত স্থলপদ্ম,
বর্ষণের অপেক্ষায় আরেকটি চৌচির নদী,  
আগেও কি এভাবে পিছু ডেকেছিল কেউ ?
আগেও কি ঘুম কেড়েছিল লবন নদীর ঢেউ ?
সে সব পুরনো প্রশ্নেরা আজ দিকভ্রান্ত,
সে সব বিগত গল্পেরা আজ বড় ক্লান্ত,
নারী হৃদয় আজ বড় বেশী উন্মোচিত,
শকুনের মতো এঁটো শরীরের ভোগেও
অভ্যস্ত হয়ে গেছে ক্ষুধার্ত নব্য দেবতারা,
কাজল চোখের রোদেলা হাসি আজ আর
পথ ভুলে হৃদয়ের কোমল বারান্দায় হাটে না,
স্বার্থপর সময় ধূসর নিঃসঙ্গতার নজরবন্দী,  
কারো জন্য কোথাও কোন নিজস্বতা বেঁচে নেই,
খোলা বাজারে মাংস আজ কততে বিকোয়
সে খবর শুধু রাখে না বেচারা আইজুদ্দিন,
সবুজ মাঠে প্রান্তরে দোল খায় তার স্বপ্নের ঋণ,
তাই অন্য অনেকের চেয়ে ভালো আছে সে ।