যে
ব্যাথা
নীরবে
ঝরে যায়
মন শ্রাবনে,
তুষ আগুনে সে
নিত্য পোড়ায় প্রান,  
বিরহের নিশিদিন
ভাসায় কান্নার জমিন,
ভালোবাসা মিলনে মলিন,
শত আরাধনার দীর্ঘ দিন,
দুঃখ বনে চড়ূক মন হরিন
হয় যদি সে ঘাতক বাঘের বন,
গুমরে কাদুক পুরনো সে মনো বীণ,
শোধ করে যাক সে বকুল ঝরার ঋণ ।


অবরোহী পঞ্চদশ