আমাকে ভেঙে ভেঙে তোমাকে খুঁজে গেছি বহুকাল,
যতবার তোমার জন্য নিজেকে ভেঙ্গেছি ঠিক ততবারই
কষ্টের ভাঙা টুকরো টাকরা গুলো থেকে স্থলপদ্ম হাতে
বেরিয়ে এসে রমণী হয়েছ এক একটা পরিপাটি তুমি,
তোমাকে ভেবে ভেবে আমি বুনে গেছি অবাধ্য পৌরুষ,
তুমি কখনো হতে চাওনি অলৌকিক বিবর্তনের কারিগর,
তোমার হৃদয় কখনো রাঙাতে পারেনি আমার রঙের হোলি,
তবু তোমাকে ছুঁয়ে সাদা সকালগুলো প্রেমিক হয়েছে বহুবার ।
  
বুকের বাম অলিন্দে যে শীতরাত্রিগুলো জমেছিল
তুমুল উদগীরণের অপেক্ষায় তারা অবশেষে হেরে গেছে,  
তৃপ্তিদায়ক সহবাসের ক্রমিক সুখগুলোও তখন
বড় ঈর্ষাকাতর হয়ে পড়েছিল তোমার সুসময়ে,  
নদী যেমন তার বুকে সবুজ অন্ধকার জমা রাখে
তেমনি আমিও তোমার জন্য বুনেছি ঝাউবীথিকা,  
অথচ আজ কি ভীষণ রৌদ্রহীন অপার্থিব তুমি
মৃত বুকে জমিয়েছ কেবল স্বার্থপর সময়ের মমি ।