অহল্যা রাত্রির ভ্রূকুটিতে জমে মদির প্রশ্রয়,
শরীর লেখে স্বর্গীয় প্রেমের নিরঙ্কুশ পরাজয়,
সুদে আসলে বাড়ে আঁধারের অবৈধ সঞ্চয়,
কাছাকাছি থাকা মানেই সবটা জুড়ে থাকা নয়,  
গন্তব্য বদলে নৈকট্য ভুলের ইতিহাস রচে যায় ।


চোখের আড়াল মানে শতত মনের আড়াল নয়,
চোখের আড়াল নিভৃতে জমায় অনুভবের সঞ্চয়,
প্রেমের পূর্ণতা বিরহের আঁচলে নিহিত রয়,
দূরে থেকেও যে আমার সে সদা আমারই রয়,
নব্য সময়ের দর্পণে প্রেম এক প্রাগৈতিহাসিক বিস্ময় !