যে
নদী
অকুলে
ভেসে যায়,
দু ফোঁটা জল
চোখের সম্বল,
পারে কি সে নদীর
গতিধারা রুধিবারে ?
মহাকাল সতত ঝরে
দুদণ্ড সময়ের বলয়  
এ নশ্বর জীবনের সঞ্চয়,
পারে কি জীবন কভু রুখিবারে
সময়ের নদে ফুঁসে ওঠা লয় ?
আঁখি জল চাপা রয় হৃদয় গহ্বরে,    
স্মৃতিরা বেঁচে রয় স্মরণের আঁধিয়ারে ।    


ঘরানাঃ অবরোহী পঞ্চদশ