কে
যায়
সুখের
অভিসারে?
বাকা অধরে
ভ্রূকুটির ঝড়ে
অঙ্গীকারেরা কাঁপে
মৃত্যুর মত আঁধারে,    
নষ্ট গ্রহের অভিশাপে
পেছনে একাকী পড়ে রয়
বহুকালের ব্যবহার জীর্ণ    
বিশ্বাসের বাধানো ছাঁদনাতলা,
পাশাপাশি কাটানো মিথ্যে রাত্রিদিন,
সব ভুলে সে চলে যেতে চায় তো যাক
সে যেন শুধু মুছে দিয়ে যায় জন্মদাগ ।  



ঘরানাঃ অবরোহী পঞ্চদশ