সময়ের জন্মান্ধ চোখে লালসার মদিরা ঢালে
পিছে ফেলে যাওয়া মাতঙ্গিনী রাতের কুহক,
বদলে যাওয়া অতীতের শাপে অচেনা কান্নার রাগ
জীবনকে আগের মত আর পোড়াতে পারে না,
নারী শরীরের ঘ্রাণ মহাকালকে কেবল পুরুষ করে,
নারীর ভালোবাসা কাউকে আর মানুষ করে না ।


সরফরাজ মৃত্যুর সফরসঙ্গী অমানিশা কালকূট,  
সে অলৌকিক আলোর রুপকথা বলে না,  
সে সবুজ জীবনের আগমনী গান রচে না,
অভিসারের রাজধানীর পরিত্যাক্ত সিংহদুয়ারে
পতাকা হয়ে ওড়ে যার হুকখোলা ব্রেসিয়ার,
সে বহু আগে ছেড়ে গেছে যৌবনের কুঠি,      
আমি তবু পারিনা বদলের তারে আঙ্গুলি ছুঁইয়ে
তাকে দেয়া শেষ অঙ্গীকার ফিরিয়ে নিতে ।