না
থেকে
যে থাকে,
অচেতনে
যার বিহনে
বিরহ রং মাখে,
যার নামে সময়
কান্নার ঋণ জমায়,
উর্বশী স্বপ্নের ক্যানভাস
জলরঙে ভালোবাসা আঁকে,
না থেকেও সে যে জড়িয়ে থাকে,  
ক্ষয়ে চলা জীবনের বাকে বাকে,
জলকনা বৃষ্টির পরিণতি লেখে,
বৃষ্টির ইতিহাস রামধনুর বুকে,
তার ফেলে যাওয়া শূন্যতায় সেও থাকে ।
  


প্রকরণঃ অবরোহী পঞ্চদশ