এই দেশটা মুক্তিসেনার
রক্তে ভেজা মুখ
এই দেশটা বীর বাঙালির
আমার মায়ের সুখ।


এই দেশটা অযুত বছরের
বাঙ্গালী রক্ত ঘামের অর্জন,
বাঙ্গালী জীবন দিয়েছে
মেনে নেয়নি সত্ত্বার অপমান ।

এই দেশটা মাঠে মাঠে
সোনা ধানের অমলিন হাসি,
এই দেশটা পিতৃস্নেহের
রাখালিয়া সুরে বাজা বাঁশী ।


এই দেশটা সগৌরবে ওড়া
পতাকার লাল সবুজ,
যতদূরে যাই এই দেশের জন্য
সদা কাঁদে মনটা অবুঝ ।


( অনুশীলন সাহিত্য পরিষদ আয়োজিত ছড়া প্রতিযোগিতা ২০১৫ইং উপলক্ষে লেখা )