পাপের কি উপনিষদ হয় ?  
যে বলে পাপকে ঘৃণা কর পাপীকে নয়,  
অথবা ভুলের ত্রিপিটক ?
যে শেখায় ভুলে নিহিত সত্যের মূল
অথবা নষ্টের বাইবেল ?
যে জানায় মানুষ নষ্ট হয়ে জন্মায় না ।    


ভালো কালোর বিপরীত স্রোতে মানুষ
এক ক্রমিক বিবর্তনের নামাবলী,
তবে কেন ভুলজন্মের দায়ে ধর্মের
নামে লেখা হয় তাসখন্দ ব্যর্থতার ইতিহাস ?  
পোয়াতি সন্ধ্যার আফিম রঙ মুছে মুছে
কেন হয় না নতুন আলোর বাগদান ?    
কোরক রাত্রির কুমারী জঠরে কেন
মুক্তি প্রত্যাশায় কাঁপে আমার জন্মান্তর ?  
তবে কি বিধাতা কারিগরের হাতে
মানুষ এক নাচের পুতুলের পদধ্বনি ?