যে
ব্যাথা
দিয়েছে,
সে কি জানে
যে ভালোবাসা
তাকেই চেয়েছে ?
সে কি জানে কান্নারা
তাকেই সাগর করে
নদী হয়ে একা বয়েছে,
নীরব নদীর দুঃখজল
ঐ মোহনায় কি ঢেউ তুলেছে ?  
আঘাত দিয়ে সে কি সুখে হেসেছে ?
আমার পরাজয়ে সে কি জিতেছে ?
ভালোবাসা কভু হারে না শত মরণে,
অভাগা সে ভালোবাসা যে ঠেলেছে চরণে ।


প্রকরণঃ অবরোহী পঞ্চদশ