অনির্বাণ আশ্বাসে স্মৃতির বেলোয়ারী জমিনে
মৃদু শ্বাস ফেলে আমার ফেলে আসা রাজপাশা,
সময় গড়িয়ে শেষ হয়ে যাওয়া নিস্তরঙ্গ রাত্রির
পরেও অবশিষ্ট রয়ে যায় কিছু দূরাগত আশা।


সুখের মুকুল ঝড়ে গিয়ে কায়ক্লেশে বেঁচে থাকে
বিগত পাতাঝরা হলুদ সম্পর্কের উদ্বাহু হতাশা,
বউচি খেলা একান্ত বিকেলগুলো কেড়ে নিয়ে
দূরে গিয়ে মলিন হাসে আমার রাজপাশা ।


প্রথম প্রেমের নিবিড়তা মেখে তরুণী বধুর
অনুরাগে পথ আগলায় আমার স্বপ্নের রাজপাশা,  
গতির উত্থানে হৃদয়ের দান পুরনো হয়ে আকাশ
ঢেকে ফেলে ছকবাধা নাগরিক জীবনের পিপাসা ।


অস্থির সময়ের অনিবার্য শাপে তিরতির কাঁপে
ক্ষয়ে আসা মূল্যবোধের নিমীলিত তমসা ।
মুক্তির দুয়ার জুড়ে থাকা বৃষ্টির আঁচলে বিশ্বাস
বেধে বেঁচে থাকে আমার যৌবনের সবুজ রাজপাশা ।