স্মৃতির সঙ্গিন পৃষ্ঠা খুলে অকপটে চোখ রাখতেই
যদি বানভাসি গৃহহারা কান্নার শঙ্খচূড় আকুলতায়
ভেসে আসে তোমার অশ্রুভেজা এলোকেশী মুখ,
কাঁচের চুড়ির রিনঝিন ঝংকারে হৃদয় ভেঙ্গে দিয়ে
তবুও কি তুমি শুধাবে ভালোবাসি কতোটা তোমায় !


বরাহুত ইচ্ছের অন্তিম অভিমান যদি তামাদি
সময়ে ভুল স্বপ্নের ঘোরে নষ্ট জনপদে আজও
খুঁজে ফেরে পুরনো কোন কাজল চোখের প্রশ্রয়,
উদ্বেল হাসির অহংকারে সম্পর্কের ধারাপাত মিথ্যে
করে কি শুধাবে ভালোবাসি কতোটা তোমায় !    


তোমার উসখুস আঁচলে  আলগোছে  যদি
জন্ম জন্মান্তরের অচ্ছেদ্য বাধনে বাধা  পড়ে
থাকে আমার কথক বেলার সব পলাতক সুখ,  
তির্যক চোখের ভ্রূকুটিতে সত্যের বাগদান মিথ্যে করে
তবু কি তুমি শুধাবে ভালোবাসি কতোটা তোমায় !