যে
দান
আপন
মহিমায়
অপ্রকাশিত,
আকাশের মত
আদিগন্ত ব্যাপৃত,
সে কি প্রতিদান বোঝে
ভালোমানুষির মুখোশে ?
যদি কারো তরে কাঁদে হৃদয়,
জেনো সে আঁখিজল মিথ্যে নয়,
কোন আরাধনা অকারন নয়,
ত্যাগে বাড়ে হৃদয়ের সুখ সঞ্চয়,
জ্বালামুখে পলিমাটি জমায় সময়,
সব দহন সয়ে হৃদয় আমৃত্যু বয় ।


প্রকরণঃ অবরোহী পঞ্চদশ