স্বাধীনতা, বিক্ষত বুকে অগণিত বুলেটের রক্তাক্ত কান্না
বয়ে আমি আবারও এসেছি ফিরে এই পোড়া বাংলায়,
তোমাদের দেয়া মৃত্যুর মহত্ত্ব আমাকে পারেনি দিতে
কাঙ্ক্ষিত ভালোবাসার বন্ধন থেকে মুক্তির আস্বাদন,
শুধু স্বজন হারার নাড়িছেঁড়া করুন আহাজারি নয়,
শুধু জন্ম জন্মান্তরের বংশানুক্রমিক আকুলতা নয়,
শুধু দুঃখিনী মায়ের রক্তমাখা পতাকা আচল নয়,
শুধু ধর্ষিত বোনের লজ্জিত জীবনের দলিল নয়,
শুধু বাবার কারুপল্লী সিল্ক পাঞ্জাবীর শুন্যতা নয়,
শুধু প্রেয়সীর চুলের সূর্যের চেয়ে লাল ব্যান্ডানা নয়,
শুধু আমার শৈশব ধারণ করে বেড়ে ওঠা সবুজ গ্রাম নয়,
আমি এসেছি ফিরে স্বোপার্জিত স্বাধীনতার সোপানতলে,
একদিন মুক্ত স্বপ্নের যে চারাগাছটি জন্মেছিল সময়ের
অবগাহনে আজ যার মহীরুহে পরিণত হবার কথা ছিল,
আমি এসেছি বুক ভরে নিতে আমার আত্মত্যাগের বায়ু,
আজও কেন বুলেটর ক্ষত নিয়ে বাঁচে আমার স্বপ্ন নগরী ?
আজও কেন নিরন্নের হাড়ে রচিত পুঁজিবাদের অট্টালিকা ?  
আজও কেন নব্য শকুনের হাতে দোলে ক্ষমতার রাজদণ্ড ?
আজও কেন সুখের স্বপ্ন অধরাই থেকে যায় আম জনতার ?
আজও কেন স্বৈরাচারের অশ্লীল ইশারায় নাচে মৃত্যুর মাতম ?    
আজও কেন ভিক্ষার থালা হাতে পথে ঘোরে মুক্তির গান ?  
আজও কেন নিরাপত্তার অভয় রচেনা সার্বভৌম সংবিধান ?
মিথ্যের কালো দস্তাবেজে বন্ধী এ তবে কোন স্বাধীনতা ?
ক্ষমতার মসনদে আজও কেন উৎপীড়িতের রক্তের দাগ ?
বৃথা কি তবে রক্তের লালে লেখা সাতচল্লিশ বায়ান্ন একাত্তর ?