সুর
মায়ার
দ্যোতনায়
কাড়ে অন্তর,
মন থেকে মনে
সুরের আকিঞ্চনে
খেলা করে মনন্তর,
রুদ্র যে মন অতিশয়
সুরের আবেশ গরিমায়
তার কুলও ভাসায় জোয়ার,
নীড়ছেড়া সম্পর্কের অবেলায়
জীবন মরনের মাতন খেলায়
কিছু প্রিয় সুরের মোহন ইন্দ্রজাল
মর্ত্যলোকে অনন্তের সন্ধান দিয়ে যায় ।


প্রকরণ: অবরোহী পঞ্চদশ