যে
রাতে
একাকী
বয়ে গেছে
কান্নার নদী,
স্মৃতির আঁতুড়ে
সে রাতে মন যদি
খোঁজে সেই সুর নদী,    
যদি কারোর পথ চেয়ে
দক্ষিণ দিগন্ত পানে চেয়ে
নির্ঝর মহাকাল যায় বয়ে,  
যদি সে জন আসে কখনো ফিরে
ফেলে যাওয়া পুরনো সে খেলাঘরে,
দেখবে সে পৃথিবীর বয়স বেড়েছে
হৃদয় তবু স্থির স্মৃতির মান মন্দিরে ।


প্রকরণঃ অবরোহী পঞ্চদশ