যারা ভুল করেছিল
বুঝে শুনে জ্ঞান পাপীর খোলসে,
অথবা
না বুঝে হাদা বোকারামের মত,
তারা কি সবাই একই গোয়ালের পাপী গরু ছিল ?  


যারা সত্যের ঝাণ্ডা উড়িয়েছিল
শুধুই নির্ভেজাল সত্যের জন্য
অথবা
নিছক স্বার্থসিদ্ধির জন্য,
তারা কি সবাই একই দর্জির ছাটা কাপড়ে দেবদূত ছিল ?


সভত্যার সুবিধাবাদী দরোজায় বারবার কড়া নেড়ে
এইসব অপ্রয়োজনীয় প্রশ্নের উত্তর যারা খুঁজেছিল
তারা কিছুটা হলেও মানুষ ছিল বৈকি !