সবুজ গায়ের ছায়া ঘেসে একদিন
আমিও ছিলাম এক নির্ঝর নদী,
আমাকে জরিয়ে বল্গাহারা ঢেউ
মোহনা অভিমুখে ছুটে যেত নিরবধি,
সময়ের পলি গড়িয়ে আজ আমার
বুক জুড়ে চর দখলের কর্কট ব্যাধি,
শেষ কবে সাগর সঙ্গমে পূর্ণ হয়েছি
সে কথা আজ আর মনেও পড়ে না,
আমার ঘোলা জলে মিশে যাওয়া কান্নার  
কখনো আলাদা কোন নাম থাকে না,
আমার জলের শরীরে কোনদিন
বেদনার আঁচর দাগ কাটে না,
ওসব ছোট খাটো বিষয়
এক সময় হৃদয়ে থাকতো,
এখন আর হৃদয় নেই ।