ফুল যে কোমল হাতের ছোঁয়ায়
ঐশ্বরিক হয় সে ফুলেশ্বরী,
ফুল দিয়ে যে ভালোবাসার
বরমাল্য গাথে সে মালবিকা,
যে হৃদয় মতির দ্যুতিতে ফুলের
মত সৌরভ ছরায় সে ফুলমতি,
সদ্যফোঁটা ফুলের মত অপাপবিদ্ধ
যে সে শ্রেয়সী দেবযানী অনিন্দিতা,  
ফুলের মত নাজুক হয়েও যে নারী
বজ্রের মত সুকঠিন সে ফুলন দেবী,
যে ফুলের রুপ যৌবনের সাথে সাথে
ব্যাধি আরোগ্যেরও কাণ্ডারি সে জয়ত্রী,
ফুলকীট চণ্ডীর দংশনে নীলাম্বরের ছায়া
হয় মর্ত্যের কালকেতুর বাহুলগ্না ফুল্লরা,
আর ফুল যে সজল সুন্দরের পূজায় ধন্য
হয় সে আমার প্রাণেশ্বরী উর্বশী ঝিলম ।