যে
ভুলে
গিয়েছে
দিন চলে,
চেনা শরীর,
অচেনা হৃদয়,
পাশাপাশি থেকেও
স্বার্থের সুতোয় বাঁধা
সম্পর্কে কেউ কারো নয়,
মুখোশের আড়ালে সত্যের
মুখ খুঁজে খুঁজে ঘনায় আঁধার,  
মোহ মাস্তুলে আশার পাল তুলে
স্বপ্ন নদীতে চলে সুখ অভিসার,
মানুষের জন্ম একার মৃত্যু একার,  
মায়া বাড়ায় সং সাজাই সারের সংসার ।


প্রকরণঃ অবরোহী পঞ্চদশ