সাদা বক অথবা আস্তাকুড়ের দাদা কাক,
খিস্তির সবাক অথবা সাদাকালো নির্বাক,
বস্তির রাসলীলা অথবা গেরস্তের শৃঙ্গার,
কুলুঙ্গির ভাবনা অথবা কলির বাস্তব,
মিলেও মেলে না পাটীগণিতের যোগ,
নিয়মের হালচাল বোঝে না দহনকাল,
যৌবন চায় খোলা থাকুক মৌবনের অর্গল,
এক হাটে বসে ভাব অভাবের মচ্ছব,
ডানদিকে বেঁকে যায় স্বার্থের বামরুট,
ভাবনারাও সুযোগে ফোঁকে মাগনার চুরুট,
স্বপ্নেরা খুঁজে মরে অলৌকিক আখরোট,  
দেখে শুনে মৃদু কাঁপে নন্দিনীর বাঁকা ঠোঁট,
শীতে ঠোঁট ফাটা বাড়ে মেখে সস্তার লিপজেল,
শিকারের আশায় ব্যাধ ছোড়ে আন্দাজে ঢিল,
হারাধন মেখে যায় উপরওয়ালার পোঁদে তেল,  
উপরে টেনেটুনে ফিটফাট ভেতরে সদরঘাট,
মেনে মানিয়ে যেভাবে চলছে সময় ট্রাম চলুক না,  
এই অকালে কে আর বল খোঁজে আদি গান্ধর্ব ।