ঐশ্বরিয়া অথবা মিস ঢাকুরিয়া
দিব্যি কাজ চলে যায় দুইয়েই,
সাগর সেঁচে মুক্তো খুঁজে লাভ কি বল
যদি গদার কাজ হয়ে যায় সুইয়েই,
কে আর বল এই অকালে মেলাতে যায়
রুই কাতলার জাত পাতের কোষ্ঠী,
পকেট যার গরম সেই ফোকটে মারে ষষ্টিমধুর ষষ্টি,
লাভ কি বল গরীব চোখে জিইয়ে রেখে শরম,
আদ্যিকালের কলের গানের জুজু জলেই যাক
নাও মেখে গায় কাটতির আইটেম গানের গরম,  
চকমকির রাজ্যে লাভ কি বল
বৃথা খুঁজে চামচিকা আর চিকার
ভেতর আসলে সেরা কে যে ?
আখেরে ভাই লাভ চাইলে দাও
গা ভাসিয়ে চলতি হাওয়ার রেসে,
লাভ কি বল ভুখা পেটে পাপ পুন্য
ন্যায় অন্যায়ের শক্ত ফারাক বুঝে,  
যাক না সময় সানি লিওনে মজে ।