যে
ফুল
ঝড়িল
না ফুঁটিতে,
কার ত্রুটিতে ?
বাঁকা ভ্রূকুটিতে,
কি অপার লজ্জায়,  
ঝড়লো ভূমি শয্যায় ?
ভাবনার কুড়ি অব্যক্ত,  
রয়ে গেলো অনুঢ়া অতৃপ্ত,
যে হয়তো ফলাতো মহীরুহ,
বইলো সে অজানা ক্ষতের দহ,
ভুলবে তারে নতুন আলোক মেখে,
সময়ে তার আহূতি হয়ে যাবে ফিকে
নিয়তির নামে অবিচারের দায় লিখে ।


প্রকরণঃ অবরোহী পঞ্চদশ