রৌদ্রের গালিচায় শূককীটের জীবন শুকাতে দিয়ে
মনের আকাশ ঝাঁপিয়ে আসা অগোছালো বৃষ্টিকে
সযত্নে বানভাসির শেষ সীমানায় আগলে রেখে
সম্পর্কের চোরাবালিতে বিশ্বাসের রণ পা এটে    
আমি ক্রমাগত হেটে যাই অণুঢ়া নদীর কাছে,
কুল ভাঙা কান্নার সাথে সাথে অপারগ নদী
আমাকে ভাসিয়ে নিয়ে যায় লবন মোহনায়,
সাগরের নীল দুঃখে মাথা কুটে কুটে আমি
নাম পরিচয় হীন কান্নার মত হারিয়ে যাই না,
ক্রমাগত আঘাতে অস্তিত্ব নাশের ক্রান্তিকালে
আমি তুমুল ফিরে এসে সখেদে বলে উঠি
যত পারো কটু লবণে ভরে দাও নশ্বর ঈশ্বর,
ভেঙে বিচূর্ণ করে দাও সৈকতে আঁকা বালিঘর,
এ হৃদয় কখনো হেরে যাবে না শত মরণে,
পুনর্জন্মে আমি ফিরে আসবো সুন্দরের কাছে,
হৃদয় এখনো মানুষের ভালোবাসায় চূড়ান্ত
বিশ্বাস হারানোর মত পরিত্যক্ত হয়ে যায়নি,
জীবন এখনো স্বপ্নহীন প্রাগৈতিহাসিক আঁধারে
বেঁচে থাকার মত যথেষ্ট জরাগ্রস্থ হয়ে যায়নি,  
নিঃশঙ্ক সবুজে আঁকা আদিগন্ত ছায়াপথ এখনো
অনন্ত অম্বরে মিশে যাবার মত বিবর্ণ হয়ে যায় নি,
আমি এখনো বলতে পারি, ভালোবাসি, বড় ভালোবাসি ।