ছারপোকার পরিত্যক্ত বসতিতে
নিয়তির মত নির্ঝর সর্বহারা ঘুম,
নরম ডিভানের উষ্ণতায় কাঁপে
বিনিদ্র ক্যাকটাস রজনী নিঝুম,
তবু ঘৃণার পিচ্ছিল দেয়াল জুড়ে
স্বার্থের অমোচনীয় কালিতে
অশ্রাব্য শব্দজাল বুনে যায়
শতাব্দীর বিবশ কালকূট,
একটু নেমে গিয়ে তপ্ত শরীর
জলের সমতলে মেলে ধরে
নির্ভার হবার সবুজ ডাক
হৃদয়ের খুব সন্নিকটে,  
তবু সিড়ি ভেঙে ভেঙে
ক্রমাগত উপরে ওঠার
উদ্ধত মিছিল ছুঁয়ে ফেলে
আকাশের পীনোন্নত খিলান,
অলীক স্বপ্ন দেখে দেখে  
শুধু দেয়াল ঘড়ির বয়স বাড়ে,
সুদিনের অপেক্ষায় রয়েছে
অবুঝ ক্যালেন্ডারের পাতাও,
আবারও অপার করুনাধারায়
শীতল হবে কহর মরু নগরী,
ব্যাধিগ্রস্থ জনপদে শ্বেত পতাকা হাতে
ফিরে আসবে শান্তির মেঘ শাবক ।