বিরহ হাইফেন,
মন খারাপের দিস্তায় একা পথ হাটে কবির ডটপেন,
সকালের বিপরীতে পরাজয় বাজী রাখে মরফেন ।  


চোখে চোখ রেখে হেসে দিয়ে বলে যায় কমা,
কান্নাগুলো ঝড়ে গিয়ে বুকজুড়ে থাকুক সুখ জমা,
ভুলগুলো ভুলে গিয়ে কাছে ডেকে করে দিও ক্ষমা ।


বিশ্বাসের বনেদী রঙ চটে হয়ে গেলে ধোঁয়াশা,
বুকের নদীতে চর হয়ে জেগে ওঠে জিজ্ঞাসা,
শীতের চোখে বেঁচে থাকে মায়াকাজল কুয়াসা ।


মাংসের বাটখারায় করে যারা লাভক্ষতি নির্ণয়,
ভালোবাসা তাদের চোখে এক অলৌকিক বিস্ময়,  
আঙুল উচিয়ে বলে অবিশ্বাসের উদ্ধত তর্জনী,
হৃদয় ভাগ করো দেখে শ্রেণী বিভেদের বন্ধনী ।  


মন খুলে এইবার পড়ে ফেলো অনুরাগের শাড়ী,
সুখ মানে তুমি আছো বলে সব আছের কুঠিবাড়ী,
মনে মনে মিল না হলে সম্পর্ক শেষে আড়ি,
বিচ্ছেদ ভালোবাসার মানচিত্রে ভাঙনের দাড়ি ।